সম্প্রীতির গল্প ‘ইফতার’, নতুন পথে অরিন্দম শীল

Date:

Share post:

শেষ হল শুটিং। এবার শুধুই পরিচালকের আসনে অরিন্দম শীল (Arindam Shil)। অবশেষে উন্মাদনায় ভরপুর এক সন্ধ্যে কাটালেন তাঁর টিম আর অভিনেতাদের সঙ্গে। এরপর নিজেই লিখলেন ইনস্টাগ্রামে—“To be on the floor brings in the greatest happiness always. To be at work with my team and actors is where I feel I belong. This was shooting for a docudrama #IFTAR , based on a story of #DrSachhidanandJoshi. All for a cause. Being produced by dear friend Satnam Alluwaliah.”

‘ইফতার’-একটি গল্প থেকে সূত্রপাত। গল্পকার ডঃ সচ্চিনান্দ যোশী অত্যন্ত পণ্ডিত এক ব্যক্তিত্ব। তিনি একজন শিক্ষক, ইতিহাসবিদ, গণযোগাযোগ বিশেষজ্ঞ, অভিনেতা, কবি এবং নীতিনির্ধারক। এই মুহূর্তে তিনি ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস (IGNCA), নয়া দিল্লির এক্সিকিউটিভ এবং অ্যাকাডেমিক শীর্ষ স্থানাধিকারী। তিনি এর আগে ছত্তিশগড়ের কুশাভাউ ঠাকরে ইউনিভার্সিটি অব জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন। দশ বছর তিনি সেই দায়িত্বও সামলেছেন নৈপুণ্যতার সঙ্গে। ভোপালের মাখনলাল চতুর্বেদী ন্যাশনাল ইউনিভার্সিটি অব জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশনের প্রথম রেজিস্ট্রারের পথচলা তাঁর হাত ধরেই শুরু হয়। সেই বিশ্ববিদ্যালয়ে তিনি অ্যাকাডেমিক ডিন ছিলেন।
প্রসঙ্গত, লেখক হিসেবেও উজ্জ্বল ডঃ যোশী বেশ স্বনামধন্য। গণমাধ্যম, ইতিহাস, সংস্কৃতি, শিক্ষা, নীতি সংক্রান্ত বহু বিষয়ে তিনি লিখেছেন। লিঙ্গ সমতা, শিল্প-সংস্কৃতি নিয়ে দেশের নানা স্থানে তাঁর বক্তৃতা মুগ্ধ করেছে দেশবাসীকে। প্রধানমন্ত্রীর ভাষণ সম্পাদনার কাজও করেছেন তিনি। তাঁর প্রকাশিত বই “Sachchidanand Joshi ki Lokpriya Kahaniya” (2017), “Kuchh Alpa Viraam” (2018), “Pal Bhar ki Pahchan” (2019)—দুটি কাব্যসংকলন বেশ সুখ্যাতি অর্জন করেছে। তাঁর বক্তৃতাগুলি নিয়ে প্রকাশিত হয়েছে “Mera Desh Mera Dharm” নামের দুটি খণ্ড।
সতনম আল্লুওয়ালিয়াহর প্রযোজনায় তাঁর লেখা গল্প ‘ইফতার’ নিয়ে এবার তৈরী হচ্ছে ডকু-ড্রামা। হিন্দি থিয়েটারের শিল্পীদের নিয়ে কলকাতাতে সম্পূর্ণ শুটিং হয়ে গেল এই ডকু-ড্রামার। অরিন্দম শীল জানিয়েছেন ডঃ সচ্চিনান্দ যোশী চেয়েছিলেন ছবিটা তিনিই পরিচালনা করবেন। গণেশ চতুর্থী আর ইফতারের মতো দুটি উৎসব মিলে এই ছবি তৈরী হচ্ছে। ধর্ম সরিয়ে রেখে মানবিকতাই প্রাধান্য পেয়েছে এই ছবিতে।
থাকবে অদৃশ্য প্রার্থনা, হিন্দু-মুসলিম সম্প্রীতির এই গল্প মন কাড়বে দর্শকের মনে করছেন পরিচালক। বলা বাহুল্য অরিন্দম শীলের ‘ইফতার’ একতার, সৌহার্দ্যের, আর ভালবাসার বার্তাই দিতে চলেছে। আরও পড়ুন: কথাশিল্পী শরৎচন্দ্রের জন্মভিটে সংস্কার, হবে তথ্যকেন্দ্রও: জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

spot_img

Related articles

অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ‘ট্রাইওন্ডা’, জানুন বিশ্বকাপের বলের খুঁটিনাটি

২০২৬ ফুটবল বিশ্বকাপের যে এক বছরও বাকি নেই। ৮ মাস আগেই যেন বেজে গেছে বিশ্বকাপের দামামা। এবার প্রকাশ্যে...

সরকারি হাসপাতালে চিকিৎসকদের হাজিরায় কড়া নিয়ম জারি NMC-র

সরকারি হাসপাতালে চিকিৎসকদের হাজিরা নিয়ে এবার আরও কড়া নিয়ম জারি করল জাতীয় মেডিক্যাল কমিশন (National Medical Commission)। পুরনো...

ফের না জানিয়ে জল ছাড়ায় DVC-কে তীব্র আক্রমণ মমতার, বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করার ডাক

রাজ্যজুড়ে লাগাতার বৃষ্টি তার মধ্যে বাঙালির দুর্গোৎসব সবে শেষ হল। এখনো বেশিরভাগ জায়গায় প্রতিমা নিরঞ্জন হয়নি। এই পরিস্থিতিতে...

মোহনবাগানের এসিএল জটিলতা অব্যাহত, সমালোচকদের জবাব দিলেন কুণাল ঘোষ

এসিএল দুইয়ের (ACL2) মতো এশিয়ার সেরা টুর্নামেন্টে সুযোগ পেয়েও খেলতে পারল না মোহনবাগান (Mohun Bagan)। গত মরশুমের মতোই...