বৃহস্পতির সকালে ফের ব্যাহত মেট্রো পরিষেবা (Metro Service interrupted)। ঘড়ির কাঁটায় সওয়া দশটা নাগাদ সফটওয়্যার সমস্যার সূত্রপাতে যাত্রী ভোগান্তির চেনা ছবি হাওড়া ময়দান- সেক্টর ফাইভ রুটে। সকাল সোয়া দশটা থেকে শিয়ালদহ (Sealdah Metro Station))ও এসপ্ল্যানেডের মাঝে বন্ধ হয়ে যায় পাতাল পরিষেবা। কারণ কী? সফটওয়্যারে সমস্যা। কী সমস্যা? মুখ খুলছে না মেট্রো কর্তৃপক্ষ(Kolkata Metro)।

পাতাল রেলে প্রবেশ করা নরক যন্ত্রণার সমান, এভাবেই কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিরক্তি আর ক্ষোভ উগরে দিলেন যাত্রীদের একাংশ। এই প্রতিক্রিয়া অবশ্য অস্বাভাবিক নয়। বুধের বিভ্রাটের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বৃহস্পতিতেও মেট্রো হয়রানির চেনা ছবি মহানগরীতে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকলেও মাঝের অংশে বন্ধ মেট্রো। সমস্যা সমাধানের নাকি চেষ্টা চলছে। আধ ঘণ্টা ধরে ব্যাহত থাকে পরিষেবা। আজ সফটওয়্যার সমস্যা, কাল সিগন্যাল বিভ্রাট – এই ঘটনার কতবার পুনরাবৃত্তি হবে? চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে কর্মরত এক যাত্রী বললেন, সমস্যা সমাধান করার প্রয়োজন নেই। এবার মেট্রোটা বন্ধ করে দিক রেল। মেট্রো চলছে না জানতে পেরে বাধ্য হয়ে শিয়ালদহ স্টেশন চত্বরে বাস ধরতে দাঁড়িয়ে থাকা এক ব্যবসায়ী বলছেন, পরিষেবার নামে ছেলেখেলাটা এবার বন্ধ করা দরকার কলকাতা মেট্রোর। অফিস টাইমে আংশিকভাবে চলছে মেট্রো।

–

–

–

–

–

–

–

–