Wednesday, November 12, 2025

সিএবির পর বিসিসিআই, সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে সৌরভ, তালিকায় রয়েছে কাদের নাম?

Date:

Share post:

সিএবি সভাপতি নিশ্চিত করেছেন, এবার বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়েও প্রবলভাবে উঠে আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)  নাম। আগামী দুই দিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যেতে পারে বিসিসিআইয়ের (BCCI) শীর্ষপদে বসবেন কে?

আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের এজিএম। সেখানেই সভাপতি, সচিব সহ পাঁচটি পদে নির্বাচন হবে। ভোটাভুটির আগেই চূড়ান্ত হয়ে যায় সভাপতির নাম।  এজিএমে শুধু সিলমোহর পড়ে। প্রাক্তন ক্রিকেটারকেই সভাপতির পদে রাখার নীতি নিয়েছে বিসিসিআই।  রজার বিনি বয়সজনিত কারণে সরে গিয়েছেন ফলে নতুন সভাপতি বেছে নিতে হবে বিসিসিআই সদস্যদের।

বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিং। মাঝে প্রবলভাবে ভাজ্জির নাম উঠলেও তিনি আপাতত পিছিয়ে আছেন। সিএবির পক্ষ থেকে সৌরভের নাম এজিএমের জন্য পাঠানো হয়েছে। হরভজনের নামও পাঠিয়েছে পঞ্জাব ক্রিকেট সংস্থা। এর পাশপাশি  তালিকায় আছেন কর্ণাটকের রঘুরাম ভাট। তিনি মাত্র দুটি টেস্ট খেলেছেন। তার উপর পর পর দুইবার দক্ষিণ থেকে সভাপতি হওয়ার সম্ভবনা কম।

এই পরিস্থিতিতে হরভজন এবং সৌরভের মধ্যে একজনই সভাপতি হতে পারেন। আগামী ২২ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। সেই দিনই চূড়ান্ত হতে পারে নতুন সভাপতির নাম। ২০১৯ সালে বিসিসিআই সভাপতি হয়েছিলেন  মহারাজ। ২০২২ সালে তাঁর স্থলাভিসিক্ত হন বিনি।

ইতিমধ্যেই সিএবি সভাপতি পদ নিশ্চিত করেছেন সৌরভ। ভোট ছাড়াই জয় পেয়েছেন সৌরভের প্যানেল। এবার বিসিসিআইতেও দাদার প্রত্যাবর্তন ঘটবে, মহাষষ্ঠীর সন্ধ্যা মানেই পুজোর বোধন, সেদিনই আরও বড় চমক অপেক্ষা করছে! অপেক্ষা মাত্র কয়েকদিনের।

 

spot_img

Related articles

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...