মহালয়া থেকে বিসর্জন: সীমান্তে বসিরহাটের পুজোয় প্রস্তুতি সম্পূর্ণ পুলিশের

Date:

Share post:

রাজ্য সরকারের ঘোষিত ১ লক্ষ ১০ হাজার টাকার অনুদান পৌঁছে গিয়েছে পুজো মণ্ডপে। মণ্ডপ থেকে প্রতিমা প্রস্তুতি প্রায় শেষ সর্বত্র। সেই সঙ্গে প্রস্তুতি চূড়ান্ত পুলিশ প্রশাসনেরও। উত্তর চব্বিশ পরগণার সীমান্ত এলাকাগুলিতে নিরাপত্তা ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা নিয়ে অতিরিক্ত প্রস্তুতি জেলা প্রশাসন। একদিকে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে কোনও রকম অপ্রীতিকর অবস্থা এড়ানোর চেষ্টা চালানো হবে। অন্যদিকে বিএসএফ-এর (BSF) সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে সীমান্তকেও নিরাপদ করতে তৎপর জেলা পুলিশ।

উত্তর ২৪ পরগনার সীমান্ত শহর বসিরহাটে (Basirhat) যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে সদা সতর্ক পুলিশ প্রশাসন। বসিরহাট পুলিশ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেদী রহমানের নেতৃত্বে মহকুমা শাসক আশীষ কুমার, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, বসিরহাট থানার আইসি রক্তিম বন্দ্যোপাধ্যায়, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি রায়চৌধুরী, টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, মিনাখাঁর বিধায়িকা ঊষা রানী মণ্ডল এবং বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্সী বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক জনপ্রতিনিধি ও পূজা কমিটির কর্তার মধ্যে বিশেষ বৈঠক করেন। প্রকাশিত হয় গাইড ম্যাপ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে—পুজো চলাকালীন বসিরহাট মহকুমার প্রতিটি কোণে নজরদারিতে থাকবে। ইতিমধ্যেই গোটা মহকুমা জুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। নিরাপত্তায় কোনো ঝুঁকি নিতে নারাজ পুলিশ (Basirhat police)। পাশাপাশি বিএসএফ-এর (BSF) সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সীমান্তবর্তী এলাকায় বিশেষ গাইডলাইন জারি করা হয়েছে যাতে ভিড় সামলানো, যানজট নিয়ন্ত্রণ ও নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন সম্পন্ন করা যায়।

আরও পড়ুন: এবার পুজোর ফ্যাশনে কোন হেয়ার কাট ট্রেন্ডিং চলছে বলুন তো

প্রতিটি মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ ও প্রস্থান নিয়ে আলাদা নির্দেশিকা দেওয়া হয়েছে। ফলে পূজোর ভিড় সামলানো থেকে শুরু করে প্রতিমা দর্শনের সময় শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বেও থাকবে পুলিশ-প্রশাসন। অন্যদিকে টাকি ঘাটে বিসর্জনের জন্য নির্দিষ্ট দিন ঠিক করা হয়েছে। সেই সঙ্গে দর্শনার্থীদের সুবিধার্থে বিশেষ গাইড ম্যাপ প্রকাশ করা হয় পুলিশের তরফে শনিবার।

spot_img

Related articles

বাংলার উইল পাওয়ারও দেখুন: জলজমা নিয়ে বিরোধীদের সমালোচনার মোক্ষম জবাব অভিষেকের

একরাতে ৩০০ মিলি বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে কলকাতা-সহ আশাপাশের এলাকা। ৪০ বছরের রেকর্ড বৃষ্টি। একদিনে জমা জল...

আপত্তি ছয় বিদেশির! মোহনবাগানের ইরান যাত্রা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত

মোহনবাগানের (Mohun Bagan)  ইরান যাত্রা নিয়ে অনিশ্চয়তার দোলাচাল অব্যাহত। আগামী সোমবার এসিএল দুইয়ের (ACL 2) দ্বিতীয় ম্যাচে ইরানে...

লাদাখে গুলি চালিয়ে খুন করল যারা, এবার তাদের হাতেই গ্রেফতার প্রতিবাদী সোনম!

প্রথমবার নিজেদের দাবির জন্য রাজধানী লেহ শহর কাঁপিয়ে আন্দোলনে নেমেছিল লাদাখের যুব সমাজ। আর তাতেই চলেছে গুলি। মৃত্যু...

অনাচার-কুসংস্কারের বিরুদ্ধে আপসহীন লড়াই: বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (Ishwar Chandra Vidyasagar) জন্মবার্ষিকী। তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স (X)...