চাঁদের রক্তিম রূপের (lunar eclipse) মোহ কাটতে না কাটতেই, এবার আকাশে মুখোশ পরাবে সূর্য (The Sun)। এবছরের শেষ সূর্যগ্রহণ (Solar Eclipse) হতে চলেছে রবিবার, ২১ সেপ্টেম্বর—এইদিন আবার মহালয়া। যদিও এই দৃশ্য ভারতের আকাশে দেখা যাবে না। তবে সূর্যের অন্তত ৮৫.৫ শতাংশ ঢাকবে চাঁদের ছায়ায়। ভারত (India) থেকে এই গ্রহণ দৃশ্যমান না হলেও, গ্রহণ শুরু: রাত ১০টা ৫৯ মিনিট (রবিবার)
গ্রহণ শেষ: ভোর ৩টা ২৩ মিনিট (সোমবার)
কোথা থেকে দেখা যাবে: অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, অ্যান্টার্কটিকার কিছু অংশ, প্রশান্ত মহাসাগরের বেশকিছু দ্বীপে। আরও পড়ুন : নিম্নচাপের দুর্যোগ ঘনাচ্ছে সাগরে, শনিতে বৃষ্টি দক্ষিণের জেলায় জেলায়

–

–

–

–

–

–

–
