কেউ বলছেন, ইচ্ছে করে লাইফ জ্যাকেট ছাড়া মৃত্যুমুখে ঠেলে দেওয়া হয়েছে; কারোর মতে, ধাক্কা মেরে জলে ফেলা হয়েছে অসমের ভূমিপুত্র জুবিন গর্গকে (Zubin Garg)। সিঙ্গাপুরের বুকে গায়কের মৃত্যুতে ষড়যন্ত্রের আঁচ পাচ্ছেন অসমবাসীর একাংশ। এবার তাই ‘জনতার দাবি’ মেনে দ্বিতীয়বার গায়কের দেহ ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সেই মতো মঙ্গলবার স্পেশাল টিমের তত্ত্বাবধানে গুয়াহাটির এইমস-এ (AIIMS)সকাল সাড়ে ৭টা থেকে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা।

‘ইয়া আলি’ গায়কের পরিবারের সঙ্গে কথা বলে ইতিমধ্যেই স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবারে সিঙ্গাপুর থেকে অসমে পৌঁছেছে জুবিনের ডেথ সার্টিফিকেট, যেখানে জলে ডুবে মৃত্যুর কথা স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে। কিন্তু অসমীয়া গায়কের অনুরাগীরা তা মানতে নারাজ। ইতিমধ্যেই নেটপাড়ায় নানা ভিডিও ভাইরাল হচ্ছে। এসবের মাঝেই অসম সরকারের তরফে সিঙ্গাপুরের পর দ্বিতীয়বার জুবিনের ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

–

–

–

–

–

–

–

–
–