সাতসকালে মুর্শিদাবাদ বেলডাঙায় ভয়ংকর কাণ্ড । স্ত্রী ও ছেলেকে করাত দিয়ে কুপিয়ে খুনের পর আত্মঘাতী স্বামী! মৃতদের নাম সঞ্জিত হালদার (Sanjit Haldar), মৌসুমী হালদার ও রায়ান হালদার। জানা গেছে পরিবার নিয়ে সঞ্জিত বেলডাঙা থানার আন্ডিরন গ্রামে থাকতেন। বুধবার সকালে ঘর থেকে উদ্ধার হয় মৌসুমী ও রায়ানের রক্তাক্ত দেহ। প্রতিবেশীরা তড়িঘড়ি থানায় খবর দেয়। সঞ্জিতের পরিবারের দাবি, নেপথ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকতে পারে। তদন্তে নেমেছে পুলিশ।

–

–

–

–

–

–

–

–

–