মায়ানমারের (Myanmar) সাগাইং-এ সরকারবিরোধী সমাবেশের উপর মর্মান্তিক হামলা। নারী ও শিশুসহ প্রাণ (dead) গেছে প্রায় ৪০ জনের। আহত (injured) হয়েছেন আরও ৮০ জন। মোটরচালিত প্যারাগ্লাইডার থেকে ভিড়ের মধ্যে দুটি বোমা ছোড়া হয়। জানা গেছে এর পিছনে হাত আছে জুন্টার। গোটা দেশেই এখন আতঙ্কের পরিবেশ।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, সোমবার সন্ধ্যায় থাদিঙ্গুত পূর্ণিমা উপলক্ষে আয়োজিত হয় এক উৎসব। সেই উৎসব ও জুন্টা সরকারের প্রতিবাদে এক সভায় শত শত মানুষ জড় হয় চাউং-উ শহরে। সন্ধ্যে নাগাদ হটাত-ই আকাশে প্যারা গ্লাইডারকে চক্কর খেতে দেখা যায়। সেখান থেকেই দুটি বোমা ছোড়া হয়। ঘটনায় অন্তত ৪০ জনের মৃত্যু ও প্রায় ৮০ জন আহত হয়েছেন। যদিও প্যারাগ্লাইডার উড়তে দেখেই সভার বেশিরভাগ লোকই পালিয়ে যায়। না হলে মৃতের সংখ্যা আরও বাড়ত। মুহূর্তেই ছড়িয়ে পড়ে মৃত্যু আর আতঙ্ক। আরও পড়ুন: কেষ্টপুরে খেলতে গিয়ে খালে ডুবে মৃত দুই শিশু! শোকস্তব্ধ এলাকা

প্রসঙ্গত, ২০২১ সালে আং সাং সু চিকে ক্ষমতাচ্যুত করে মিলিটারি বাহিনী। তারপর থেকেই মায়ানমারে গৃহযুদ্ধের পরিস্থিতি শুরু হয়। উদ্বাস্তু হয়ে পড়ে বহু মানুষ। জুন্টার সাম্প্রতিক এই হামলার তীব্র নিন্দা করেছে মানবাধিকারের আন্তর্জাতিক বেসরকারী সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

–

–

–

–

–

–
