শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে (Shrirampur Wales Hospital) কোলে নিতে ইচ্ছে করছে বলে মায়ের কোল থেকে সদ্যজাতকে নিয়ে চম্পট। পুলিশের (Police) তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই উদ্ধার শিশু। জালে মহিলা।

বুধবার কোন্নগর ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কুর্মী প্রসব যন্ত্রনা নিয়ে ওয়ালস হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এদিন সাড়ে এগারোটা নাগাদ তাঁর ছুটি হয়। বাইরে গাড়ি ডাকতে যান পরিবারের লোক। অভিযোগ, সেই সময় এক মহিলা এসে বলেন তাঁরও নাতি হয়েছে। তাই শিশুটিকে কোলে নিতে ইচ্ছে করছে। এরপরই মায়ের কোল থেকে শিশুকে নিয়ে হাসপাতাল (Hospital) থেকে পালিয়ে যান ওই মহিলা। খবর পেয়ে তৎপর হয় পুলিশ। সিসিটিভিতে (CCTV) দেখা যায় মহিলা শিশু কোলে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন।

খবর হাসপাতালে (Shrirampur Wales Hospital) পৌঁছান এসিপি, শ্রীরামপুর থানার আইসি-সহ চন্দনগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যায় অভিযুক্ত মহিলা শিশুটিকে নিয়ে হাসপাতালের গেট থেকে বেরিয়ে যাচ্ছেন। শহরে নাকা তল্লাশি শুরু করে পুলিশ। শ্রীরামপুর নগার মোড়ে মহিলাকে আটক করে পুলিশ।

অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নবজাতককে মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরে খুশি পুলিশ। এই ভূমিকার প্রশংসা করেছেন শিশুটির পরিবারও। শ্রীরামপুর নগার মোড়ে শিশু-সহ মহিলাকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে মহিল। শিশুটিকে নেয় পুলিশ। তবে এই ঘটনায় হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে উঠছে।

–

–

–

–

–

–