বলিউডের (Bollywood) ‘চাঁদনী’র জন্য নিজের ক্যারিয়ার গড়তে পারেননি তাঁর বোন শ্রীলতা (Srilatha)! ভারতীয় বিনোদন জগতের (Indian Entertainment Industry) লেডি সুপারস্টার অভিনেত্রীর জীবনের এক অজানা গল্প এবার প্রকাশ্যে। সৌন্দর্যের পাশাপাশি নিজের প্রতিভার গুণে দক্ষিণী সিনেমা থেকে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি তৈরি করেছিলেন শ্রীদেবী (Sridevi)। লাইট ক্যামেরা অ্যাকশন জগতের ‘রূপ কি রানি’ তাঁর অভিনয় থেকে শুরু করে নৃত্য পারদর্শে মন জিতেছেন ছোট থেকে বড় সব বয়সীদের। কিন্তু গ্ল্যামারাস দিদির কারণেই নাকি নায়িকা হতে চেয়েও স্বপ্নপূরণ করতে পারেননি শ্রীলতা (Srilatha)।


একটা সময় বলিউডের অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পেতেন ‘মিস্টার ইন্ডিয়া গার্ল’। জিতেন্দ্র (Jitendra), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), মিঠুন চক্রবর্তী কিংবা শাহরুখ খান (SRK) যাঁর বিপরীতে এই অভিনয় করেছেন এখানেই নজর কেড়েছেন শ্রীদেবী। ব্যক্তিগত জীবনের ওঠাপড়াকে কখনই কাজের জগতে প্রভাব ফেলতে দেননি। এহেন নায়িকার বোন অভিনেত্রী হতে চাইবেন সে তো জানা কথা। কিন্তু গল্পটা সম্পূর্ণ হলো না কেন? শ্রীদেবীর বোনকে অনেকেই চেনেন না! সৌন্দর্যে একই রকম কৌতুকপূর্ণ আকর্ষণ ছিল শ্রীলতার।১৯৭২ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি নিজের দিদির ম্যানেজার হিসেবে কাজ করেছেন। তাঁকে অভিনেত্রী ছায়া সঙ্গী বলেই চিনতেন ইন্ডাস্ট্রির লোকেরা। তবে সম্পর্কে ফাটল তৈরি হয়, শ্রীদেবী- শ্রীলতার মায়ের মৃত্যুতে, সালটা ১৯৯৬। দূরত্ব বাড়ে দুই বোনের। আসলে মায়ের চিকিৎসা যথাযথ হয়নি বলে হাসপাতালের বিরুদ্ধে মামলা করেছিলেন শ্রীদেবী। সেই মামলায় জিতে হাসপাতাল থেকে ৭ কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছিলেন নায়িকা যার এতোটুকুও তিনি বোনকে দেননি বলে শোনা যায়। স্বাভাবিকভাবে শ্রীলতা ক্ষুব্ধ হন।


মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মূলত টাকা-পয়সা এবং সম্পত্তি দুই বোনের দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়ায়। অভিনেত্রীর বোন অসাধারণ সুন্দরী হয়েও দিদির ম্যানেজার হিসেবে কাজ করায় কোনদিন ইন্ডাস্ট্রিতে নায়িকা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেননি। অথচ শ্রীদেবী তাঁকে সম্পত্তি থেকেও বঞ্চিত করেছিলেন বলে তাঁর অভিযোগ ছিল। যদিও বোনের দাবি প্রসঙ্গে অভিনেত্রী বারবারই জানিয়েছেন সব টাকা পয়সাই তাঁর কষ্টার্জিত। তাই সেটা কাউকে দেওয়ার প্রশ্নই ওঠে না।

–

–

–

–

–

–
–
–


