আলিপুরদুয়ার থেকে কেরলে কাজ করতে গিয়েছিল হাঞ্জালা ফিরদৌস (২১)। ট্রেনে বাড়ি ফেরার পথে হঠাৎই নিখোঁজ হয়ে যায় সে। এরপর তার দেহ পাওয়া যায় ওড়িশায়। মুখে পাথর গোঁজা এবং গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয় দেহ। পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। ওই পরিযায়ী শ্রমিকের বাড়ি আলিপুরদুয়ারের ফালাকাটার লছমনডাবরি গ্রামে। পরিবারের অভিযোগ, মাস দেড়েক আগে সে কেরলে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল। গত ১২ অক্টোবর বাড়ি ফেরার জন্য সেখান থেকে ট্রেনে উঠে সে। ১৩ তারিখেও বাড়ির লোকের সঙ্গে ফোনে কথা হয় তার। কিন্তু তারপর থেকেই ছেলের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা। ১৫ তারিখ পার হয়ে গেলেও ছেলে বাড়ি না ফেরায় বাধ্য হয়ে জিআরপির দ্বারস্থ হয় ওই পরিযায়ী শ্রমিকের পরিবার। এরপর শুক্রবার ওড়িশার ভুবনেশ্বরে গঞ্জম জেলায় ওই শ্রমিকের দেহ পাওয়া গিয়েছে।

আরও পড়ুন – বিধাননগরে আর থামবে না ট্রেন, জেনে নিন সেই তালিকা

_

_

_

_

_

_

_
_
_


