গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সুনীল গাভাসকর(Sunil Gavaskar)। গোটা ঘটনার জন্য মেসিকেই দায়ী করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর মতে, মেসি নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠ ছাড়ায় দর্শকরা হতাশ হন, যার ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
গাভাসকর(Sunil Gavaskar) তাঁর কলামে লিখেছেন, “একজন যে কথার বিরুদ্ধে গিয়েছেন, তাঁকে এই ঘটনার জন্য কিছু বলা হচ্ছে না, বাকি সকলকে দোষারোপ করা হচ্ছে। মেসির সঙ্গে ঠিক কী চুক্তি করা হয়েছিল সেটা সকলে জানেন না, তবে মেসির যদি এক ঘণ্টা থাকার কথা হয় এবং তাঁর আগেই তিনি বেরিয়ে গিয়ে থাকসলে সেক্ষেত্রে মেসি এবং তাঁর ম্যানেজমেন্টকেই দায়ী করতে হয়।”

এখানেই থেমে না গাভাসকর আরও লিখেছেন, “মেসি মাত্র ৩০ মিনিটেরও কম সময় স্টেডিয়ামে ছিলেন। ভিআইপিদের ভিড় বা বিশৃঙ্খলার কথা বলা হলেও, সেখানে মেসির নিরাপত্তার কোনও ঝুঁকি ছিল না। দর্শকরা প্রচুর টাকা খরচ করে তাঁদের প্রিয় তারকাকে দেখতে এসেছিলেন। মেসি যদি কথা মতো নির্ধার্ত সময় থাকতেন কয়েকটা পেনাল্টি শট নিতেন, তবে পরিবেশ অন্যরকম হতে পারত।”

–

–

–

–

–



