সাদা বলে সাফল্য পেলেও টেস্টে ক্রিকেটে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) কোচিংয়ে ভারতের ব্যর্থতার পাল্লাই ভারী। ঘরের মাঠে দুই দলের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া। এবার কোচ গম্ভীরকে (Kapil Dev)নিয়ে বড় বয়ান দিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব(Kapil Dev)।
কলকাতায় বণিক সভার একটি অনুষ্ঠানে এসে কোচ গম্ভীরকে(Gautam Gambhir) নিয়ে মুখ খুলেছেন কপিল(Kapil Dev)। সম্প্রতি ভারতীয় টিমের কোচ গৌতম গম্ভীরকে নিয়ে প্রচুর তর্ক-বিতর্ক চলছে। কপিলের কাছে সেই গম্ভীর মোটেও কোচ নন বরং ম্যানেজার হিসাবেই দেখছেন। একইসঙ্গে কপিল মানতে চান না, আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট কোচ বলে কোনও বস্তুর অস্তিত্ব রয়েছে বলে।

কপিলের কথায়, “আজ যে শব্দটিকে কোচ বলা হয় সেটা খুব সাধারণ শব্দ। গৌতম গম্ভীর কোচ হতে পারে না। তিনি দলের ম্যানেজার হতে পারেন।কারণ গৌতম গম্ভীর লেগ স্পিনার বা উইকেটরক্ষকের কোচ হতে পারেন না, বরং তাঁর কাজ ম্যান ম্যানেজমেন্ট। তরুণ ক্রিকেটারদের উতসাহিত করাই তাঁর কাজ।”

এখানেই থেমে না থেকে কপিল আরও বলেন, “যখন আপনি কোচ বলেন তখন কোচ তিনি হন যাঁর কাছ থেকে আমি স্কুল ও কলেজে শিখি। তাঁরা আমার কোচ ছিলেন। তাঁরা আমাকে পরিচালনা করতে পারেন।”

–

–

–

–



