Saturday, December 20, 2025

কেকেআরের মালিকানার পরিবর্তন! দলের শেয়ার বিক্রি করছেন জুহি?

Date:

Share post:

বছর শেষের আগেই নাইট শিবিরে ফাটল! আরসিবি এবং রাজস্থান রয়্যালসের পর এবার মালিকানা পরিবর্তনের সম্ভবনা কলকাতা নাইট রাইডার্সেও(KKR)। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, নাইটদের মালিকানার একটি অংশ ছেড়ে দিতে চলেছে জুহি চাওলা ও জয় মেহতার ‘মেহতা গ্রুপ’।

বর্তমানে কেকেআর-এর(KKR) মালিকানা রয়েছে  শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ( ৫৫ শতাংশ শেয়ার) এবং জুহি-জয়ের মেহতা গ্রুপ (৪৫ শতাংশ শেয়ার)।তবে এক রিপোর্ট অনুযায়ী, মেহতা গ্রুপ তাদের হাতে থাকা ৪৫ শতাংশ শেয়ারের একটি ছোট অংশ বিক্রি করার পরিকল্পনা করছে। তবে কেকেআর ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, দলের রাশ থাকছে শাহরুখের হাতেই। তাই কিছু অংশ শেয়ার বিক্রি হলেও ফ্র্যাঞ্চাইজির মূল নিয়ন্ত্রণে কোনো প্রভাব পড়বে না।

২০০৮ সালে যখন এই ফ্র্যাঞ্চাইজি কেনা হয়েছিল, তার তুলনায় বর্তমানে নাইটদের বাজারমূল্য আকাশছোঁয়া। তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন এবং চারবারের ফাইনালিস্ট হিসেবে কেকেআর এখন গ্লোবাল ব্র্যান্ড। মেহতা গ্রুপ এই ব্র্যান্ড ভ্যালু কাজে লাগিয়ে বড় অঙ্কের মূলধন তুলতে চাইছে। শোনা যাচ্ছে, এই টাকা তারা নাইট রাইডার্সের বিদেশের বিভিন্ন লিগের দলগুলোতে বিনিয়োগ করতে পারে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে ‘নমুরা ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক’-কে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করা হতে পারে।

সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালসের সম্পূর্ণ মালিকানা বিক্রির খবর সামনে এসেছিল। কিন্তু কলকাতার ক্ষেত্রে বিষয়টি আলাদা। এখানে মালিকানা পুরোপুরি বদলাচ্ছে না, বরং নতুন একজন বিনিয়োগকারী বা অংশীদার যোগ হতে পারেন মাত্র। শাহরুখ খান কোনোভাবেই নিজের শেয়ার বিক্রি করছেন না, অর্থাৎ তিনি ‘কিং মেকার’ হিসেবেই থাকছেন।

আসন্ন আইপিএলে ইডেনে নাইটদের খেলায় দেখা যাবে শাহরুখ জুহি জুটি, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন নাইট ভক্তদের মনে।

spot_img

Related articles

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...