রাস্তায় বন্ধুদের সঙ্গে আড্ডার মধ্যেই গুলিবিদ্ধ হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে বেহালার (Behala Shootout) জেম্স লং সরণির শিমুলতলা মোড়ে। সেখানে বন্ধুদের সঙ্গে রবিবার রাতে আড্ডা দিচ্ছিলেন বছর ৩৫-এর অভিষেক রায়। রাত ১০ টা নাগাদ সামনের এক বহুতল ফ্ল্যাট থেকে আচমকাই একটি গুলি এসে লাগে যুবকের পেটে। তৎক্ষণাৎ তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এটি একটি এয়ারগানের ছররা। অভিষেকের বয়ানের সূত্র ধরে উল্টোদিকের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেই বিল্ডিং-এর ৪ তলা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি এয়ারগান। ঘটনার সঙ্গে যুক্ত এক ১৭ বছরের কিশোরকে আটক করেছে যুবক। ঘটনার তদন্ত করছে পুলিশ। আরও পড়ুন: আরাবল্লির নতুন সংজ্ঞাতে ‘না’! আগের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

–
–

–

–

–

–

–

–


