Tuesday, December 30, 2025

তৃণমূলের দাবিতে সায় কমিশনের! আরও মানবিক হওয়ার আবেদন অভিষেকের

Date:

Share post:

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ার শুনানি ঘিরে তৃণমূল কংগ্রেসের দাবি মেনে নিল নির্বাচন কমিশন। বয়স্ক, গুরুতর অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের শুনানিতে হাজির হতে বাধ্য করা যাবে না, এমনই স্পষ্ট নির্দেশ জারি করেছে নির্বাচন দফতর।

কমিশনের এই ঘোষণার পরই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কমিশনকে (ECI) আরও মানবিক হওয়ার আবেদন জানিয়ে লেখেন, ‘সাধারণ মানুষের সুযোগ সুবিধা নিয়ে তৃণমূল কংগ্রেস লাগাতার সরব। আজই আমাদের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সিইও-র সঙ্গে সাক্ষাৎ করে এই প্রসঙ্গগুলি উত্থাপন করেছিলেন এবং আমরা খুশি যে নির্বাচন কমিশন যথাযথ পদক্ষেপ গ্রহণ শুরু করেছে সাধারণ মানুষকে স্বস্তি দিতে। নির্বাচন কমিশনের প্রতি সম্মান জানিয়ে আমরা অনুরোধ জানাচ্ছি, মানবিকতার খাতিরে বয়স্কদের জন্য, বিশেষত যাঁরা ষাটোর্ধ্ব ও নানা রকম শারীরিক সমস্যায় কাবু বা কোমর্বিডিটি রয়েছে যাঁদের, তাঁদের কথা ভাবার জন্য। আশা রাখব তাঁদেরও শুনানিতে ডাকা থেকে অব্যহতি দেওয়া হবে যাতে তাঁদের কষ্টের মুখে পড়তে না হয়। আমরা যেন সব সময় মানবিকতার দ্বারা পরিচালিত হই’।

সোমবার তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সিইও-র সঙ্গে সাক্ষাৎ করে সাধারণ মানুষের সুযোগ-সুবিধা, বিশেষ করে প্রবীণ ও অসুস্থ ভোটারদের হয়রানির বিষয়টি তুলে ধরে। বৈঠকের পরেই কমিশনের তরফে নির্দেশিকা জারি হওয়ায় রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নির্দেশিকায় বলা হয়েছে, ৮৫ বছর বা তার বেশি বয়সি ভোটার, গুরুতর অসুস্থ ব্যক্তি এবং প্রতিবন্ধী ভোটারদের ক্ষেত্রে বিশেষ মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। এই শ্রেণির ভোটাররা নিজেরা বা তাঁদের হয়ে কেউ অনুরোধ জানালে তাঁদের শুনানির জন্য ডাকা যাবে না। এমনকি ইতিমধ্যে যদি কোনও নোটিশ জারি হয়ে থাকে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারের সঙ্গে ফোনে যোগাযোগ করে শুনানিতে না আসার বিষয়টি জানাতে হবে। প্রয়োজন হলে যাচাই প্রক্রিয়া ভোটারের নিজস্ব বাসভবনেই সম্পন্ন করা হবে। ইআরও, এয়ারও এবং বিএলওদের উদ্দেশে পাঠানো নির্দেশিকায় আরও স্পষ্ট করে বলা হয়েছে, সংশোধনী প্রক্রিয়া চলাকালীন কোনও ভাবেই যেন বয়স্ক বা শারীরিকভাবে অক্ষম ভোটারদের অযথা হয়রানি করা না হয়। ভোটারদের অধিকার রক্ষা এবং সম্মানজনক আচরণ নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন- দলনেত্রীর নির্দেশে ২৯৪ কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম ঘোষণা তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বাংলার রেল কাজে ঢিলেমি! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

বাংলায় রেল প্রকল্পের অগ্রগতি নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে ঢিলেমির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিউটাউনে এক সরকারি...

দলনেত্রীর নির্দেশে ২৯৪ কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম ঘোষণা তৃণমূলের

২৬ ডিসেম্বরের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যের সবক’টি বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম জানিয়ে দেওয়া হবে। সেই মতোই...

সংস্কার, গতিশীলতা ও সিদ্ধান্ত: ২০২৫-এ যে পথে ভারতের অর্থনীতি

গত পাঁচ বছরে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিকূল ঘটনাবলী ক্রমশ বৃদ্ধি পাওয়ায় অস্থিরতা ও অনিশ্চয়তার এক পরিবেশের সৃষ্টি হয়েছে। ২০২৫-এ...

মঙ্গলে বাঁকুড়ায় মমতা, SIR আবহে নির্দেশের অপেক্ষায় নেতা-কর্মীরা

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য জুড়ে যখন এসআইআর ঘিরে রাজনৈতিক উত্তাপ, ঠিক সেই আবহেই মঙ্গলবার...