Wednesday, December 31, 2025

ভক্তদের জন্য সুখবর! বর্ষশেষে বড় ঘোষণা পুরীর জগন্নাথধামে

Date:

Share post:

পুরীর জগন্নাথ মন্দিরের বড় সিদ্ধান্ত। নতুন বছরে ভক্তদের জন্য অতিরিক্ত সময় খোলা থাকবে মন্দির- জানিয়েছে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। ১ জানুয়ারি ভোর ৫টার পরিবর্তে রাত ২টোয় খোলা হবে মন্দির। শুধুমাত্র জগন্নাথ বলরাম শুভদ্রার বিশ্রামের জন্য মাত্র ৩ঘণ্টা বন্ধ থাকবে মন্দিরের দরজা। বাকি সময় দর্শনার্থীদের জন্য খোলা রাখা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ বিশেষ দিনে পুরীতে দর্শনার্থীর সংখ্যা তুলনায় ৪ থেকে ৫ গুণ বেড়ে যায়। তাই দর্শনার্থীদের কথা ভেবেই মন্দির খোলা রাখার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিনে সাধারণত রাত ১০টা থেকে ১১টার মধ্যে বন্ধ করে দেওয়া হয় মন্দির। তারপর তা পরেরদিন ভোর ৫টায় খোলা হয়। কিন্তু নতুন বছরের জন্য ৩১ ডিসেম্বর রাত ১১টায় মন্দির বন্ধ করা হবে এবং ১ জানুয়ারি রাত ২টোয় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মন্দির। মাত্র ৩ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে। আরও পড়ুন: দিল্লির বিষ-বাতাসে দৃশ্যমানতা শূন্য! বুধের সকালে বাতিল ১৫০-এর বেশি উড়ান

ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন বলেন, “রথযাত্রা-সহ বিশেষ উৎসবের দিনে জগন্নাথ দর্শনার্থীদের সংখ্যা ৪ থেকে ৫ গুণ বেড়ে যায় পুরীতে। নববর্ষের দিনেও তার ব্যতিক্রম হয় না। ভক্তদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।” তবে এই পদক্ষেপে মন্দিরের চিরাচরিত রীতি-রেওয়াজ পালনে কোনও প্রভাব পড়বে না বলে জানান তিনি।

অন্যদিকে পুরী জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, আশা করা যায় ১ জানুয়ারি পুরীতে ভক্তের সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়ে যাবে। শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন (SJTS)-এর প্রধান অরবিন্দ পাধি জানান, “৩১ ডিসেম্বর মন্দির সারারাত খোলা থাকছে না। রাত ২টোর পর তা খোলা হচ্ছে। মন্দিরের যাবতীয় ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেই এই উদ্যোগ।”

তবে এই পদক্ষেপের বিরোধিতা করেছেন মন্দিরের কিছু সেবায়েত। ইংরেজি নববর্ষের জন্য মধ্যরাত পর্যন্ত মন্দির খোলা রাখার নিয়মের বিপক্ষে তাঁরা।

spot_img

Related articles

দেশের ‘সবচেয়ে পরিছন্ন শহর’ ইন্দোরে জলবাহিত রোগে মৃত ৭, আক্রান্ত হাজারের বেশি

দূষিত জল খেয়ে গুরুতর অসুস্থ ইন্দোরের হাজার খানেক বাসিন্দা। ইতিমধ্যেই ৭জনের মত্যুর খবর মিলেছে। ভারতের 'সবচেয়ে পরিছন্ন শহর'...

সম্পত্তি-বিবাদ, ভাইয়ের হাতে খুন ভাই: গ্রেফতার অভিযুক্ত

সম্পত্তি বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন হতে হল ৫৫ বছরের প্রৌঢ়কে। খাস কলকাতায় সম্পত্তি নিয়ে বিবাদ এতটাই চরমে...

ইংরেজির ভয় কাটাতে বিশেষ কর্মশালা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

বাংলা মাধ্যমের পড়ুয়াদের মধ্যে ইংরেজি নিয়ে একটা ভীতি দেখা যায়। এমনকী তাদের ইংরেজির দক্ষতাও বেশ কিছু কিছু ক্ষেত্রে...

Happy New Year: নিজের লেখা-সুর করা গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার মুখ্যমন্ত্রীর

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই নতুন বছরকে স্বাগত জানাবেন রাজ্যবাসী। ঠিক তার আগে ৩১ ডিসেম্বর সন্ধেয় মুখ্যমন্ত্রী মমতা...