নতুন বছরের দ্বিতীয় দিনেই বারুইপুরে (Baruipur) জনসভা করবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর বেশি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য ব্রিগেডের আদলে র্যাম্প করা হচ্ছে বারুইপুরেও। সূত্র খবর, সভায় ২ লক্ষেরও বেশি লোক উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে। সেই ভাবেই মঞ্চ ও সভাস্থল তৈরি করা হচ্ছে।

২ জানুয়ারি বারুইপুর ফুলতলা সাগর সংঘ মাঠে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জনসভা। ডায়মন্ড হারবার (Diamond Harbour) যাদবপুর সাংগঠনিক জেলা ও সুন্দরবন সাংগঠনিক জেলা নিয়ে সভা করবেন। অভিষেকের সব সভাতেই ভিড় উপচে পড়ে। প্রিয়নেতাকে দেখতে তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনা থাকে তুঙ্গে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছে তৃণমূল।

সেই কারণেই বিশেষভাবে তৈরি হচ্ছে অভিষেকের সভামঞ্চ। সূত্রের খবর, এটি সাধারণ মঞ্চের মতো হবে না।২০২৪ সালে ব্রিগেডের মেগা সমাবেশের মতোই উন্মুক্ত ক্রস র্যাম্প থাকবে। সেই মঞ্চ থেকে সরাসরি আরও বেশি মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
আরও খবর: প্রশ্ন করায় অশ্রাব্য গালিগালাজ কৈলাসের! সাংবাদিককের সাহসের প্রশংসা অভিষেকের
বারুইপুর সভায় ২ লক্ষেরও বেশি লোক উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে। সংলগ্ন বিধানসভা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দারা উপস্থিত থাকবেন। তবে, দলীয় সূত্রে খবর, জানুয়ারি মাসে অভিষেক (Abhishek Banerjee) যে যে জনসভা করবেন সেখানেই এই ক্রস/র্যাম্পের ধরনের মঞ্চ করা হবে।

–

–

–

–

–



