বিরাট জমায়েত করে বিপুল জনসমর্থন নিয়ে জনসভার আয়োজন করেছিলেন অভিনেতা থেকে রাজনীতির ময়দানে উঠে আসা থালাপতি বিজয় (Thalapathy Vijay)। কিন্তু জনসমর্থনের চাপ সামলাতে পারেনি তাঁর দল টিভিকে। আর তাতেই পোয়া বারো বিজেপির। পদপিষ্ট (stampede) হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় এবার সিবিআই (CBI) তদন্তে দিল্লিতে সিবিআই-এর জিজ্ঞাসাবাদের মুখে বিজয়। সোমবার সিবিআই দফতরে তদন্তে সহযোগিতা করতে উপস্থিত হন তিনি।

তামিলনাড়ুতে (Tamilnadu) ডিএমকে (DMK) প্রশাসনকে পথ থেকে সরাতে নানা দমননীতি প্রয়োগের পথে হাঁটার চেষ্টা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। তার মধ্যেই সেখানে বিপুল জন সমর্থন নিয়ে উঠে এসেছে থালাপতি বিজয়ের টিভিকে। এই পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্র – উভয়ের বিরোধিতায় মাঠে নামা টিভিকে-কে থামাতে কোনও অস্ত্র প্রয়োগ করতে পারছিল না বিজেপি সরকার। এই পরিস্থিতিতে কারুরে পদপিষ্টের (Karur stampede) ঘটনায় চাপে টিভিকে (TVK)।

আরও পড়ুন : ভক্তদের ভিড়ে নাজেহাল বিজয়, বিমানবন্দরে পড়েই গেলেন থালাপতি!
সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে এই মামলার তদন্ত করছে সিবিআই। বিজয়ের দল টিভিকে-র তরফেও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে মামলা হয়েছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নজরদারিতে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য খোদ টিভিকে-র (TVK) প্রধানকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও টিভিকে-র তরফে জানানো হয়েছে তাঁদের তরফ থেকে তদন্তে সব রকম সহযোগিতা করা হবে। সেই জন্যই সোমবার ভোরে দিল্লি পৌঁছেও যান থালাপতি বিজয়।

–

–

–

–

–

–
–


