ফের অসুস্থ বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Sougata Roy )। কলকাতার এক বেসরকারি হাসপাতালে আপাতত ভর্তি রয়েছেন তিনি। রবিবার রাতে একটি অনুষ্ঠান বাড়িতে গিয়ে সেখানে খাওয়াদাওয়া করেন তিনি। এরপর বাড়ি ফিরে হঠাৎ অসুস্থবোধ করেন সৌগত রায় (Sougata Roy)। দ্রুত তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আপাতত চিকিৎসাধীন সাংসদ।

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি এবং ২০২৫ সালের জুন মাসে acute delirium, Wernicke’s Encephalopathy-এর মতো সমস্যায় ভুগেছিলেন। আপাতত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। গত বছর জুলাই মাসে দিঘায় জগন্নাথধামের উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়ার আগে অসুস্থ হয়ে পড়েছিলেন সৌগত। বেলঘরিয়ার হাসপাতাল এবং পরে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেই সময়ে পেসমেকার বসে। তাঁকে রাইস টিউব দিয়ে খাওয়াতে হয় সেই সময়ে।

–

–

–

–

–

–

–



