বাজারে খুচরোর আকাল। এটিএম থেকেও মিলছে মূলত ৫০০ টাকার নোট—এই সমস্যার সমাধানে চালু হতে চলেছে ‘হাইব্রিড এটিএম’ (Hybrid ATM)। এই এটিএমে শুধু টাকা তোলা নয়, বড় নোট জমা দিয়ে সেখান থেকেই খুচরো নোট পাওয়া যাবে।

সরকারি সূত্রে খবর, ইতিমধ্যেই মুম্বইয়ে পরীক্ষামূলকভাবে এই হাইব্রিড এটিএমের পাইলট প্রোজেক্ট শুরু হয়েছে। সফল হলে ধাপে ধাপে সারা দেশে পরিষেবা চালু করা হবে। প্রথম পর্যায়ে বড় শহরের জনবহুল এলাকা, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনের কাছে এই এটিএম বসানোর পরিকল্পনা রয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রচলিত নগদের বড় অংশই ৫০০ টাকার নোট। তুলনামূলকভাবে ১০০ ও ২০০ টাকার নোট কম, আর ১০, ২০ ও ৫০ টাকার নোট তো উঠেই না। আরও পড়ুন: ইউজিসি-র নতুন ‘ইকুইটি’ নিয়মে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

কিন্তু হাইব্রিড এটিএম এর মাধ্যমে পাওয়া যাবে খুচরো নোট। ভবিষ্যতে ছোট নোটের ছাপা বাড়ানোর সম্ভাবনাও রয়েছে। নতুন এই ব্যবস্থা কার্যকর হলে খুচরো সমস্যায় সাধারণ মানুষ অনেকটাই স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।

–

–

–

–

–

–

–


