Wednesday, August 27, 2025

মহিলাদের বিশেষ ধন্যবাদ: মোদির মুখে শুধুই মহারাষ্ট্রের জয়, ঝাড়খন্ড নামমাত্র

Date:

Share post:

মহারাষ্ট্রের ক্ষমতা ধরে রাখা মহাযুতী (Mahayuti) জোটকে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi)। জয় উদযাপন করতে দিল্লিতে দলের কেন্দ্রীয় সদর দপ্তরে সমর্থক কর্মীদের উদ্দেশ্যে মোদির বার্তা মহারাষ্ট্রের (Maharashtra) জয় ঐতিহাসিক। এর আগে মহারাষ্ট্রে এত বেশি আসনে কোনও দল বা কোনও ভোটমুখী জোট পায়নি, দাবি মোদির। এই জয় যে মহিলাদের জন্য সম্ভব হয়েছে স্বীকার করলেন নরেন্দ্র মোদি। সেই সঙ্গে স্বীকার করলেন ঝাড়খণ্ডের (Jharkhand) উন্নতির জন্য এবার থেকে কাজ করবে বিজেপি।

মহারাষ্ট্র ও ঝাড়খন্ড নির্বাচনের ফলাফলের পর দেশের মানুষ, বিশেষত কৃষক ও যুব সম্প্রদায়কে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিশেষ ধন্যবাদ জানালেন মহারাষ্ট্রের মহিলাদের। এই রাজ্যে একনাথ শিণ্ডে সরকার নির্বাচনের আগে বাংলার অনুকরণে মহিলাদের অনুদান প্রকল্পের ঘোষণা করায় জয়ের পথ সহজ হয়েছে তা নরেন্দ্র মোদির কথাতেই পরিষ্কার।

মহারাষ্ট্রের নির্বাচনে অনগ্রসর শ্রেণীর (OBC) ভোটকে এক জায়গায় করেই যায় বিজেপির জোটের জয় সম্ভব হয়েছে স্বীকার করলেন মোদি। বিজেপির প্রচার করা ‘এক হ্যায় তো সেফ হ্যায়’ এই মন্ত্রেই যে জয় এসেছে এদিন জানালেন মোদি।

কংগ্রেসকে (Congress) এক হাত নিয়ে মোদির দাবি কংগ্রেস একটি পরজীবী দলে পরিণত হয়েছে। এই সত্য আগেই প্রমাণিত হয়েছে সিকিম, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা নির্বাচনে। মহারাষ্ট্রেও এবার তারই প্রতিফলন। তাঁর দাবি মহারাষ্ট্রের মানুষ পরিবারবাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন। নাম না করে উদ্ভব ঠাকরের (Uddhav Thackeray) সমালোচনা মোদির মুখে।

তবে ঝাড়খন্ডে (Jharkhand) শুধুমাত্রই ভোট রাজনীতি খেলা বিজেপি হেমন্ত সোরেনের (Hemant Soren) নেতৃত্বাধীন জোটকে প্রর্যুদস্ত করতে না পেরে সেখানে কোণঠাসা। ঝাড়খণ্ডের নাগরিকদের প্রণাম জানিয়ে মোদির দাবি এবার থেকে বিজেপি ঝাড়খণ্ডের উন্নতিতে আরো বেশি করে কাজ করবে।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...