রাতে মাত্র দু’ঘণ্টায় আপনার বাজি শেষ করুন, অন্যথায় কড়া ব্যবস্থা নেবে প্রশাসন

মাত্র ২ ঘন্টার মধ্যেই বাজি ফাটানো শেষ করতে হবে। রাত ৮টা থেকে রাত ১০টা। অন্যথায় কড়া ব্যাবস্থা নেবে প্রশাসন।

পরিবেশ দপ্তর তথা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে এবিষয়ে পুলিশ এবং প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কড়া হাতে বাজির দাপাদাপিকে নিয়ন্ত্রণ করা হয়।সুপ্রিম কোর্টের নির্দেশ মানতেই কালীপুজো এবং দীপাবলিতে এমন কড়া হচ্ছে প্রশাসন।

বেআইনি শব্দবাজির অভিযোগ থাকলেই তা যাচাই করে পর্ষদ এবার সরাসরি অভিযোগ দায়ের করবে। পরিবেশ রক্ষা আইনের ১৫ নং ধারা এবং আদালত অবমাননার ধারায় মামলা রুজু করা হবে বাজি ফাটানো নিয়ে আইনভঙ্গ করলে। যাতে পাঁচ বছর পর্যন্ত জেল এবং এক লক্ষ টাকা জরিমানা হতে পারে বলে পর্ষদের পক্ষ থেকেই জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গে শব্দবাজির ঊর্ধ্বসীমা আগে থেকেই ৯০ ডেসিবেল বেঁধে দেওয়া রয়েছে। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র ৯০ ডেসিবেল শব্দমাত্রার মধ্যে থাকা বাজি ফাটানোর আবেদন করা হচ্ছে। অন্যথায়, অভিযোগ পেলে কড়া হাতে তা দমন করবে প্রশাসন।

Previous articleআলোয় ভাসছে বাংলা, সন্ধ্যা নামলেই কালীপুজোর মাহেন্দ্রক্ষণ
Next articleপ্রিয়রঞ্জন দাসমুন্সির পূর্ণাবয়ব মূর্তি স্থাপন রায়গঞ্জে