দেশজুড়ে সতর্কতা, তৈরি সেনাবাহিনি, সব রাজ্যে কেন্দ্রের বিশেষ অ্যাডভাইসরি

কাশ্মীর নিয়ে বেনজির সিদ্ধান্ত গ্রহণের জেরে যে কোনও মুহূর্তে দেশের যে কোনও রাজ্যকে নিশানা করতে পারে জঙ্গিরা। এই আশঙ্কায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সব রাজ্যকে তাদের নিরাপত্তা কঠোর করতে নির্দেশ দিলো। রাজ্যগুলিকে এ সংক্রান্ত বিশেষ অ্যাডভাইসরিও পাঠালো কেন্দ্র। তৈরি থাকতে বলা হয়েছে সেনাবাহিনির তিন বিভাগকেই। প্রস্তুত প্রতিরক্ষা মন্ত্রকও।

এদিকে পরিবর্তিত
কাশ্মীর জুড়ে বহাল অনির্দিষ্ট কালের কার্ফু। 370 ধারা বাতিলের পর অজানা আশঙ্কায় থমথমে হয়ে আছে উপত্যকা।​
উপত্যকায় কিছু একটা ঘটতেও পারে বলে সতর্কতা জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। শনিবার থেকে হঠাৎই কাশ্মীরে বাড়ানো হচ্ছে আধাসেনার বহর। সম্ভাব্য জঙ্গি হানার মোকাবিলায় তৈরি হচ্ছে সেনাবাহিনি। পর্যটকদের ফেরানো হচ্ছে। জম্মু-কাশ্মীর পুলিশকে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে শোনা গেলেও, সে কথা অবশ্য স্বীকার করেনি সরকার। সূত্রের খবর, শোপিয়ানের মতো স্পর্শকাতর এলাকার থানা পাহারাতে মোতায়েন করা হয়েছে বিএসএফ। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হচ্ছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়।

Previous articleসাত দশক ধরে চালু থাকা 370 ধারা বাতিল, নতুন পথে যাত্রা শুরু কাশ্মীরের
Next articleদিল্লির উড়ান নেমে পড়লো অমৃতসরে, রুদ্ধশ্বাস কারন জানালেন যাত্রী কুণাল ঘোষ