প্রসেনজিতের পরিবর্তে KIFF-এর চেয়ারম্যান পদে নাম প্রায় চূড়ান্ত

পেশাগত ব্যস্ততার কারনে এবার সম্ভবত
KIFF বা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব কমিটির চেয়ারম্যান পদে থাকছেন না অভিনেতা
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কাজের ব্যস্ততার জন্য প্রসেনজিৎ এই কমিটির বেশ কয়েকটি মিটিংয়ে থাকতে পারেননি বলেই সরছেন তিনি। তবে রাজনৈতিকমহলের খবর, এই অভিনেতার বিজেপি যোগের জল্পনার কারনেই এবার KIFF-এর চেয়ারম্যান পদে তাঁকে রাখা হচ্ছেনা।
টালিগঞ্জের খবর, এ বছরের KIFF-এর নতুন চেয়ারম্যান করা হচ্ছে পরিচালক রাজ চক্রবর্তীকে। এ প্রসঙ্গে রাজ বলেছেন, “শুনেছি কথাটা। তবে আমাকে সরাসরি কিছু জানানো হয়নি। দায়িত্ব পেলে আসন্ন 25তম KIFF-কে আরও উন্নত করার চেষ্টা অবশ্যই করবো।” রাজ চক্রবর্তী অবশ্য আগেই এই KIFF-এর তথ্যচিত্র ও শর্টফিল্ম বিভাগের চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন।
প্রসেনজিৎ মূল কমিটির শীর্ষপদ থেকে সরলেও, জানা যাচ্ছে, KIFF-এর উপদেষ্টা পরিষদের সদস্য থাকছেন তিনি। এই পরিষদের অন্যান্য সদস্যরা হলেন গৌতম ঘোষ, রঞ্জিত মল্লিক, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়।

Previous articleএ বছরের ‘বঙ্গ সম্মান’ প্রদান অনুষ্ঠান সম্ভবত বাতিল করছে রাজ্য
Next articleফের স্বীকৃতি, কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে আনা হলো অধীর চৌধুরিকে