এসবিআইয়ে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এমন গ্রাহকদের জন্য থাকছে বিশেষ সুবিধা৷ স্টেট ব্যাংক অফ ইণ্ডিয়া জানাচ্ছে, কোনও গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টে যদি 1 লক্ষ টাকা কিংবা তার বেশি থাকে, তবে থাকছে বিশেষ ছাড়৷
এসবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সেভিংস অ্যাকাউন্টে এক লক্ষ টাকা বা তার বেশি থাকলে, সুদের হারে কোনও পরিবর্তন আনা হবে না৷ বা সুদের হার কমানো হবে না৷ আগের মতোই 3.5 শতাংশ রাখা হবে সুদের হার৷ যেখানে এক লক্ষের কম পরিমাণ টাকা থাকলেই সুদের হার কমিয়ে আনা হয়েছে 2.65 শতাংশে৷
আরও পড়ুন-বাহরিনের শীর্ষ সম্মান পেলেন মোদি