বাজপেয়ীর বাংলোয় অমিত

মঙ্গলবার থেকে প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর 6 এ কৃষ্ণ মেনন মার্গে থাকছেন অমিত শাহ। অটল প্রয়াত হওয়ার পর অমিতের জন্য বাংলোটি বরাদ্দ করা হয়। এতে অমিতের রাজনৈতিক গুরুত্বও বাড়ার বার্তা থাকল বলে মনে করা হচ্ছে।