হুগলীতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ

হুগলী: পাস করানোর দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ছাত্র ছাত্রীদের। হুগলীর মগরার একটি বেসরকারী ইঞ্জিনিয়ারিং কলেজের ঘটনা। অভিযোগ গতকাল বুধবার পরীক্ষার ফল বেরিয়েছে, তাতে দেখা যায় অধিকাংশ ছাত্রছাত্রীই অনুত্তীর্ণ হয়েছে। তারই কারনে কলেজ ক্যাম্পাসে ভাঙচুর ও বিক্ষোভ। ছাত্রছাত্রীদের দাবি, তারা ভালো পরীক্ষা দিলেও কেন এই ফল তাই নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে। যদিও কলেজ কর্তৃপক্ষ জানায় এটাতে আমাদের কোনো হাত নেই,কাউন্সিলিং বিষয়টা দেখে।আমরা ছাত্রছাত্রীদের খাতা দেখানোর জন্য আবেদন করবো,তবেই বিষয় টা পরিষ্কার হয়ে যাবে।

Previous articleট্রাফিক ট্র্যাকার সিস্টেম বানানো পরিবহন মন্ত্রীকেই এবার দিতে হলো জরিমানা!
Next articleসমাজকে এক নতুন বার্তা দেওয়ার ছবি ‘গোত্র’