মদের পর এবার নিষিদ্ধ গুটখা-পান মশলা, কোন রাজ্যে জানেন?

আইন করে মদ আগেই নিষিদ্ধ হয়েছিল। এবার গুটখা, পানমশলা জাতীয় নেশার দ্রব্যের ওপর নিষেধাজ্ঞা জারি করল বিহারের নীতিশ কুমার সরকার। আগামী 12 মাসের জন্য বহাল থাকবে এই নিষেধাজ্ঞা। বিহারের মুখ্যসচিব দীপক কুমার জানিয়েছেন, ‘‌গুটখা, পানমশলা জাতীয় মাদক দ্রব্য বিক্রি ও মজুত করার ওপর জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা। এই জাতীয় মাদক দ্রব্য ব্যবহার করতে গিয়ে কেউ যদি ধরা পড়েন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

এই নিয়ম সঠিক ভাবে মেনে চলা হচ্ছে কিনা তা দেখার জন্য সরকার দ্রুত ব্যবস্থা নেবে। পরীক্ষা করে দেখা গিয়েছে, গুটখা, পানমশলা জাতীয় দ্রব্যে প্রচুর পরিমানে ম্যাগনেশিয়াম কার্বোনেট থাকে, যা মানুষের স্বাস্থ্যের জন্য একেবারেই ভাল নয়।

Previous article15 মিনিট ধরে আকাশে দেখা গেল “আগুন রামধনু”
Next articleমশার লার্ভার খোঁজে ড্রোন উড়ল হাবড়ার আকাশে