Monday, November 10, 2025

ওনাম ভারতের একটি বিখ্যাত উৎসব, কীভাবে পালন হয় জানেন?

Date:

Share post:

সচরাচর আগস্টের শেষে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এই উৎসব নিয়ে মাতোয়ারা থাকেন কেরালাবাসী। এ বছর 1 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত পালিত হবে ওনাম উৎসব।

ওনাম উৎসব পালন শুরু হয় মূলত থিক্কাকারা মন্দিরকে কেন্দ্র করে। এ মন্দির থেকেই এ উৎসবের শোভাযাত্রার আয়োজন করা হয়। কথাকলি নাচ থেকে শুরু করে পঞ্চবৈদ্যম পরিবেশন এ মন্দিরে। এই মন্দির থেকে আরাত্তু নামে এক মিছিল বের হয়।

ওনামের ভোজও বেশ। ওনামের দিন দুপুরে থাকে মহাভোজ। স্থানীয় মালায়লাম ভাষায় বলা হয় সাদ্য। প্রতিটি বাড়িতেই রান্নার ধুম পড়ে। রান্নার পদের মধ্যে উল্লেখযোগ্য হলো কলার চিপস, পাঁপড়, থোরান, মেজহুক্কুপুরাত্তি, কালান, আভিয়াল, সাম্বার, ভাত, ডাল, রসম, আচার, বাটার মিল্ক, পায়েস ইত্যাদি।

আরও পড়ুন-ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ, আতঙ্ক বউবাজার অঞ্চলে: জানেন কেন?

ওনাম উৎসবের আকর্ষণে শহরে ভিড় জমে পর্যটকদের।
কেরালার নৌকাবাইচের খ্যাতি ভারত ছাড়িয়ে বিদেশেও আছে। কেরালার আরামুলাতে এই নৌকা প্রতিযোগিতা দেখতে ভিড় করেন অন্য রাজ্যর মানুষ ও বিদেশিরা। ওনাম উৎসবে আরানমুলা এলাকার পার্থসারথি মন্দির প্রতিবছর নৌকা প্রতিযোগিতার আয়োজন করে।

উৎসবের সময় হাতির পিঠে বামনদেবমূর্তি বসিয়ে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার।

অসুররাজ মহাবলীকে অভ্যর্থনা জানাতে কেরালায় ওনামের দিন প্রতিটি বাড়ির দরজায় ফুল দিয়ে এভাবে আলপনা দেওয়া হয়। এ আলপনাকে বলা হয় পোক্কালম। আজকাল অনেক জায়গায়, বিশেষ করে স্কুল, কলেজ, অফিসে ওনামের সময় ফুল দিয়ে আলপনার প্রতিযোগিতাও হয়।

এ উৎসবের সময়ে মহিলারা সোনালি পাড় দেওয়া সাদা শাড়ি পরেন। আর পুরুষেরা লুঙ্গির মতো করে সাদা অথবা ঘিয়ে রঙের ধুতি, জামা বা কুর্তা পরেন।

কেরালায় কায়ানকলি, আত্তাকালাম, কুটুকুটু, আম্বেয়াল, কাবাডি ও তালাপ্পনথুকলি নামের অনেকগুলো খেলা চালু রয়েছে। এগুলো এই উৎসবে খেলা হয়।

ওনাম উৎসবে থিরুভাতিরাকলি, কুম্মাত্তিকলি, পুলিকলি, থুম্বি থুল্লাল ও কথাকলির মতো নৃত্যের আয়োজন করা হয় উৎসবজুড়ে। শুধু মহিলারাই নন, পুরুষেরাও এতে অংশ নেন।

আরও পড়ুন-শৃঙ্খলাভঙ্গের দায়ে রাজ্য বিজেপি শো-কজ করছে শোভন-সখী বৈশাখীকে

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...