কর্ণাটক কংগ্রেসের বড় নেতা শিবকুমারকে গ্রেফতার করল ইডি

কর্ণাটক কংগ্রেসের প্রভাবশালী নেতা ও ক্রাইসিস ম্যানেজার ডিকে শিবকুমারকে গ্রেফতার করল ইডি। বেআইনি সম্পত্তি ও টাকা পাচারের অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন কর্ণাটকের অতি ধনী এই কংগ্রেস বিধায়ক। কংগ্রেস-জেডিএস সরকার গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডিকে শিবকুমার। কুমারস্বামীর সরকার গড়ার সময় বিজেপিতে যাওয়া ঠেকাতে তাঁর হোটেলেই রাখা হয়েছিল কংগ্রেস বিধায়কদের। শিবকুমারের গ্রেফতারিকে পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসা বলে সমালোচনা করেছে কংগ্রেস। অন্যদিকে বিজেপি বলেছে, এক দুর্নীতিগ্রস্ত নেতাকে গ্রেফতার করেছে ইডি। এর মধ্যে রাজনীতির জায়গা নেই।