দুষ্কৃতীদের রোষে এবার মাতঙ্গিনী হাজরাও! অভিযোগের তির বিজেপির দিকে

এবার দুষ্কৃতীদের রোষে পড়লেন স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরাও। গতকাল, বৃহস্পতিবার রাতে সোদপুরের লেনিনগড়ে তৃনমুলের একটি পার্টি অফিসের সামনে বসানো মাতঙ্গিনীর হাজরার মূর্তি ভাঙল দুষ্কৃতিরা।

অভিযোগের তির বিজেপির দিকে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনাকে কেন্দ্র করে আজ শুক্রবার সকাল থেকেই তৃণমূল কর্মীরা অবস্থান বিক্ষোভ করছেন।

আরও পড়ুন-সোনাগাছির থিমের পুজোয় অসুর এবার ‘উষ্ণায়ন’