ধোনি আছেন…

মহেন্দ্র সিং ধোনি অবসর নিচ্ছেন না। বিসিসিআইয়ের মুখ্য নির্বাচক এমএসকে প্রসাদ তেমনই খবর দিয়েছেন। বৃহস্পতিবার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের ভারতীয় দল ঘোষণা করতে গিয়ে প্রসাদ জানান, ধোনির অবসর সংক্রান্ত কোনও খবর আমার কাছে নেই। খবরটা শুনে আমি যারপ নাই বিস্মিত। বৃহস্পতিবার ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ট্যুইটারে তাঁর ও ধোনির ছবি দিয়ে স্মৃতিচারণ করে বলেন, এই ম্যাচ জীবনেও ভুলব না। আবার একটি সূত্র থেকে জানা যায় এদিনই অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ধোনি নাকি সাংবাদিক সম্মেলন করবেন। তারপরই ক্রীড়াপ্রেমীরা দুইয়ে দুইয়ে চার করা শুরু করেন। যদিও রাত অবধি ধোনির সাংবাদিক সম্মেলনের কোনও খবর নেই। সব জল্পনার অবসান করেছেন ধোনি ঘরণী সাক্ষী। তিনি ট্যুইট করে বলেছেন, একেই বলে গুজব ( it’s called rumours!).