খোঁজ নেই, রাজীবকে কি দ্বিতীয় নোটিশ? জল্পনা তুঙ্গে

দিনভর টানটান উত্তেজনা সিজিও। কমপ্লেক্সে আনাগোনা তদন্তকারী আধিকারিকদের। যাওয়ার কথা ছিল শনিবার সকাল দশটায়। বিকেল গড়িয়ে সন্ধে পর্যন্ত দেখা মিলল না রাজীব কুমারের। সশরীরে আসা তো দূরের কথা প্রাক্তন পুলিশ কমিশনার ফোনেও পায়নি সিবিআই। এমনকী, সূত্রের খবর তাঁর ও তাঁর সচিবেরও মোবাইল ফোন বন্ধ। এদিকে, সিবিআইয়ের দুই আধিকারিক তথাগত বর্ধন ও পার্থ মুখোপাধ্যায় দীর্ঘক্ষণ সিজিও কমপ্লেক্সে দফায় দফায় বৈঠক করার পরে, বিকেল সাড়ে তিনটে নিজাম প্যালেসে যান। রাজীব কুমারকে সিবিআই দ্বিতীয় নোটিশ দিতে পারে বলে মনে করা হচ্ছে। নিজাম প্যালেসে বৈঠকের পরে আইনজীবীর পরামর্শ নিচ্ছে সিবিআই। প্রথম নোটিশ কেন রাজকুমার এড়িয়ে যাচ্ছেন, তাই নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। নোটিশ এড়িয়ে কি রাজীব কুমার নিজের সংকট বাড়িয়ে তুলছেন? এখন সেই প্রশ্নই নানা মহলে। তবে সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে সিদ্ধান্তের জন্য দফায় দফায় দিনভর বৈঠক করেছেন সিবিআইয়ের আধিকারিকরা। দ্বিতীয় নোটিশ দেওয়ার পর রাজীব কুমার কী করেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

এর পাশাপাশি জল্পনা, রাজ্যকে এড়িয়ে দিল্লির সঙ্গে যোগাযোগ রাখছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। সূত্রের খবর, দিল্লির নেতাদের সঙ্গেও যোগাযোগ করেছেন তিনি। কারও কারও মতে হয়তো সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা রয়েছে রাজীবের। তবে সিবিআই সূত্রে খবর, কলকাতা ছাড়েননি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। তিনি 34 নম্বর পার্কস্ট্রিটের বাড়িতেই রয়েছেন। এই পরিস্থিতিতে যদি তাঁকে দ্বিতীয়বার নোটিশ দেওয়া হয়, তাহলে তিনি কী পদক্ষেপ গ্রহণ করেন সেটাই দেখার।

আরও পড়ুন-রাজীব এভাবে পালিয়ে বেড়িয়ে বদনাম বাড়াচ্ছেন কেন?

 

Previous articleবিজেপি নেতাদের গ্রেফতারের প্রতিবাদে পথ অবরোধ
Next articleপুজোর গানের অ্যালবাম “ভালোবেসে” শুনুন, ফাটিয়ে দিয়েছে