স্কুলের মধ্যে ট্রেন, চমকে দিল মল্লারপুর

দেখে মনে হবে আস্ত একটা ট্রেন। কিন্তু এ তো স্কুল। পড়ুয়াদেরই এমনই অভিনব ক্লাসঘর উপহার দিলেন শিক্ষকরা। ঘটনাটি মল্লারপুরের লছিয়াতোড় প্রাথমিক বিদ্যালয়ের। এমন উপহার পেয়ে খুশি পড়ুয়ারা। প্রধান শিক্ষকের দাবি, স্কুলের প্রতি পড়ুয়াদের আকর্ষণ বাড়াতেই এই উপহার।

কচিকাঁচারা কেউ ক্লাসঘরে ঢোকার মুখে হাত দেখাচ্ছে। কেউ বা আবার ক্লাসঘরে ঢোকার জন্য দৌড়ে আসছে। দেওয়ালে লেখা ছড়া জোরে জোরে পড়ছে। কোনও কামরায় লেখা রয়েছে প্রথম শ্রেণী, কোথাও দ্বিতীয় শ্রেণীর কামরা। একঝলকে দেখলে মনেই হতে পারে একটি ট্রেন। অধিকাংশ স্কুলই ছাত্রাভাবে যখন ধুঁকছে, সেখানে পড়ুয়া টানতে পঠনপাঠনের পাশাপাশি পরিকাঠামো উন্নয়নের উপরে স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য।

Previous articleপ্রশাসনের অস্বস্তি না বাড়িয়ে ইস্তফা দিন রাজীব কুমার
Next articleমঙ্গলে রাজধানীর পথে মুখ্যমন্ত্রী