প্রথম রাউন্ডেই চায়না ওপেনে ধাক্কা খেলেন সাইনা

চায়না ওপেন থেকে প্রথমেই ছিটকে গেলেন সাইনা নেহওয়াল। বুধবার থাইল্যান্ডের বুসানন অংবামরাংফানের কাছে মহিলা সিঙ্গলসে প্রথম রাউন্ডেই হারতে হল ভারতের তারকা শাটলারকে।

45 মিনিটের খেলায় বুসাননের ফল ছিল, 10-21, 17-21। তবে এবারই প্রথম নয়, এর আগেও এই থাই শাটলারের কাছে হারের মুখ দেখেছিলেন সাইনা। আর এবার এই থাই শাটলারের কাছে ধাক্কা খেয়েই চায়না ওপেন সুপার 1000 টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন সাইনা। প্রসঙ্গত, আর একদিন পর প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন লি জুয়েরুইয়ের বিরুদ্ধে নিজের চায়না ওপেন যাত্রা শুরু করবেন সদ্য বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিউওনশিপ জেতা পিভি সিন্ধু। সাইনা ছিটকে যাওয়ার পর এই হায়দরাবাদী শাটলারের দিকে তাকিয়ে রয়েছে সকল ক্রিকেটপ্রেমী। এখন সিন্ধু চায়না ওপেনে নিজের ছাপ রাখতে পারেন কিনা, সেটাই দেখার।

আরও পড়ুন – টোকিও অলিম্পিকের ছাড়পত্র পেলেন ‘দঙ্গল গার্ল’