আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হলেন লঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়

আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসিত হলেন শ্রীলঙ্কার স্পিনার আকিলা ধনঞ্জয়। তাঁর অবৈধ বোলিং অ্যাকশনের জন্য তাঁকে নির্বাসিত করেছে আইসিসি।

আইসিসি-র নিয়মে বলা আছে যে, এক বছরে দু’বার যদি কোনও বোলার অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হন, তাহলে তাঁকে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসন দেওয়া হবে।

আড়ও পড়ুন – মোহালিতে কোহলির ‘বিরাট’ ব্যাটিং ঝড়ে সহজ জয় ভারতের

লঙ্কান স্পিনার ধনঞ্জয় 2018 সালের ডিসেম্বর মাসে ধনঞ্জয়ের অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। এরপর ফের সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে গল টেস্টে আবার তাঁর অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। গত 29 আগস্ট চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত ল্যাবে এই লঙ্কান স্পিনার বোলিংয়ের পরীক্ষা দেন। আর সেখানেও তাঁর অবৈধ অ্যাকশন ধরা পড়েছে। তাই অবশেষে আইসিসির তরফ থেকে তাঁকে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসন দেওয়া হয়েছে। নির্বাসন কাটিয়ে ফিরে আসার সময় আবারও তাঁকে তাঁর বোলিংয়ের পরীক্ষা দিতে হবে বলে জানিয়েছে আইসিসি।


আড়ও পড়ুন – লাফিয়ে বাড়ছে বিরাটের আয়

Previous articleবাবুলের ওপর হামলা তো বিজেপির প্রচারেই সাহায্য করা, কুণাল ঘোষের কলম
Next articleধর্ষণের অভিযোগে জালে চিন্ময়ানন্দ