যাদবপুর নিয়ে মিছিল, পাল্টা মিছিলে তীব্র যানজট

যাদবপুকান্ডের প্রতিবাদে পার্টি অফিস থেকে ধর্মতলা মিছিল করল বিজেপি। গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান করল এবিভিপি। আবার তাদের ইউনিয়নরুমে হামলার প্রতিবাদে মিছিল করল এস এফ আই।
বিজেপির সাফ কথা, উপাচার্যর ইস্তফা চাই। গ্রেপ্তার চাই। রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসুরা বলেন নকশাল আর সিপিএম মিলে পুলিশের মদতে বাবুল সুপ্রিয়কে মেরেছে। পাল্টা মারের হুমকি দেন নেতারা। সরব অগ্নিমিত্রা পালও। মুকুল যান রাজভবনে। দিলীপ ঘোষ সক্রিয় ছিলেন।

অন্যদিকে এস এফ আই মিছিল করে বলে তারা বাবুলনিগ্রহে ছিল না। অথচ বিজেপি তাদের ইউনিয়নরুম তছনছ করে।
যাদবপুর থানাতে এদিন এনিয়ে পরপর যুযুধান শিবিরগুলি নালিশ জমা দেয়। মিছিলগুলির জন্য সংশ্লিষ্ট রাস্তাগুলিতে ব্যাপক যানজট হয়।

আরও পড়ুন – তৎপরতা বাড়ল 34 নম্বর পার্ক স্ট্রিটে

Previous articleমাইল আবিষ্কার করেছিলেন বিদ্যাসাগর, এ কী বললেন মমতা!
Next articleএই কি নিন্দনীয় ঘটনার সমালোচনার পন্থা?