সচেতনতা বাড়াতে ডানকুনির মিলন সংঘের থিম ‘জল সংকট ও জল সংরক্ষণ’

মহা সমারোহে পঞ্চম বর্ষের পুজো প্রস্তুতি চলছে ডানকুনির মিলন সংঘে। এই বছরের পুজোর থিম ‘জল সংকট ও জল সংরক্ষণ’।এই পুজোর অন্যতম উদ্যোক্তা প্রিয়ঙ্কর দাস জানান, মণ্ডপ এর ভিতরে দেখানো হচ্ছে জল সংকটের ভয়ার্ত দিকটিকে । উদ্যোক্তারা মনে করছেন, এই থিম দর্শনার্থীদের মনকে স্পর্শ করবে।
মণ্ডপের প্রবেশ পথ ধরে দেখা যাবে জল অপচয়ের ভয়াল দিক। এই দৃশ্য রূপায়ণ করেছেন শিল্পী দীপঙ্কর ঘোষ। মূলত আয়রন কাস্টিং ও ফাইবারের ব্যবহারে নির্মিত হচ্ছে এ বছরের মণ্ডপ। এছাড়াও পরিত্যক্ত নানান সামগ্রীর ব্যবহার করছেন শিল্পী।এক কথায় পরিবেশ, জল সংরক্ষণের বিষয়ে গুরুত্ব আরোপ করছেন উদ্যোক্তারা।

আরও পড়ুন-জুনকো তাবেই-এর জন্মবার্ষিকীতে গুগলের ডুডল-এর শ্রদ্ধার্ঘ, কেন জানেন ?

Previous articleজুনকো তাবেই-এর জন্মবার্ষিকীতে গুগলের ডুডল-এর শ্রদ্ধার্ঘ, কেন জানেন ?
Next articleঅন্তরালে থেকেও আইনজীবীদের ফি কীভাবে মেটাচ্ছেন রাজীব? খোঁজ নিচ্ছে সিবিআই