ম্যাট্রিমনিয়াল সাইটে ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার যুবক

একটি ম্যাট্রিমনিয়াল ওয়েবসাইটে ভুয়ো পরিচয় দিয়ে একাধিক তরুণীর থেকে টাকা হাতানোর অভিযোগ উঠল। অভিযোগ, মুর্শিদাবাদের নবগ্রামের বাসিন্দা শুভেন্দু রায় চৌধুরীর বিরুদ্ধে।

শ্যামপুকুর থানায় এক প্রতারিত জানিয়েছেন, শুভেন্দু একটি ম্যাট্রিমনিয়াল ওয়েবসাইটে নিজেকে অঙ্কে পিএইচডি পরিচয় দিয়ে প্রোফাইল খুলেছিল। দাবি করেছিল সে সরকারি কর্মী। এভাবেই সে একাধিক তরুণীর সঙ্গে পরিচয় করে। এরপর তাদের থেকে টাকা হাতায় সে। অভিযোগ পেয়ে তদন্তভার গ্রহণ করে গোয়েন্দা বিভাগ। এবং অভিযোগ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে শুভেন্দুকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন – এনআরসি : মমতা, অভিষেকের চাপে ব্যাকফুটে বিজেপি