হুগলির প্রথম ইলেকট্রিক এসি বাস পরিষেবা চালু

উত্তরপাড়া, কোন্নগর, হিন্দমোটর এলাকার মানুষের চাহিদা মেনে চালু হল এসি বাস পরিষেবা। দীর্ঘদিনের চাহিদা অবশেষে পূরণ হল। বুধবার, উত্তরপাড়া থেকে কলকাতা আসার এসি বাস পরিষেবা চালু হল। কোন্নগর ধারসা পেট্রোল পাম্প থেকে নবান্ন পর্যন্ত যাবে এই এসি বাস। নবান্ন যেতে সময় লাগবে আনুমানিক এক ঘণ্টা। এখন প্রতি ঘণ্টায় একটি করে বাস চলাচল করবে। এই পরিষেবায় খুশি যাত্রীরা।