দলীয় কাজের অজুহাতে হাজিরা এড়ালেন মুকুল

ফাইল চিত্র

সিবিআইয়ের তলবে শুক্রবার হাজিরা দিলেন না বিজেপি নেতা মুকুল রায়। নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি পৌঁছে দিলেন তাঁর প্রতিনিধিরা। চিঠিতে বিজেপি নেতা জানান, জে পি নাড্ডার কর্মসূচিতে ব্যস্ত থাকবেন তিনি। সেই কারণে ২ তারিখ পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন মুকুল।

বৃহস্পতিবার, বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এসএমএইচ মির্জার গ্রেফতারের পরেই খবর ছড়িয়ে পরে, কোনও নেতার মুখোমুখি বসিয়ে তাঁকে জেরা করা হবে। এরপরই মুকুল রায়কে তলব করে সিবিআই। কিন্তু শুক্রবার, হাজিরা দেননি মুকুল রায়। নারদকাণ্ডে তদন্তে মির্জাকে দফায়, দফায় জেরা করে জট খুলতে চাইছে সিবিআই।

আরও পড়ুন-নারদ: মুকুল রায়কে সিবিআই তলবের তিন সম্ভাব্য ফলাফল