মির্জা-মুকুল মুখোমুখি জেরা! কোটি কোটি টাকার হিসাবের খতিয়ান চাইল সিবিআই

নারদা কাণ্ডে অবশেষে সিবিআইয়ের ডাকে শনিবার হাজিরা দিলেন বিজেপি নেতা মুকুল রায়। কিন্তু জিজ্ঞাসাবাদের পরে বেরিয়ে তিনি জানান, তদন্তে সহযোগিতা করার জন্য যতবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে ডাকবে, তিনি ততবারই হাজিরা দেবেন। এতো পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কিন্তু মিডিয়ায় প্রকাশিত ফুটেজ ছাড়াও ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে স্টিং অপারেশনের আরও কয়েকটি ভিডিও ফুটেজ পান গোয়েন্দারা।

সেই ফুটেজে দেখা যায়, মির্জা ফোনে মুকুলের মাধ্যমে কারও সঙ্গে ১ কোটি ৭০ লক্ষ টাকা লেনদেনের কথা বলছেন। এই ১ কোটি ৭০ লক্ষ টাকা কে বা কারা কাকে দিচ্ছিলেন, তাও মির্জা-মুকুলকে মুখোমুখি বসিয়ে জানতে চায় সিবিআই।

আর এই জায়গাতেই ফেঁসে যান বিজেপি নেতা। অসমর্থিত সূত্রের খবর, মুকুল এই বিষয়ে কোনও যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে পারেননি তদন্তকারী অফিসারদের কাছে। সুতরাং, বিজেপি নেতা মুকুল রায়ের প্রতি আরও সন্দেহ বেড়ে গেল সিবিআই-এর। এদিন ছাড়া পেলেন বটে, কিন্তু সন্দেহের তালিকায় থেকে গেলেন তিনি।

Previous articleবিশ্বের কাছে মর্যাদা বেড়েছে ভারতের, দেশে ফিরে বললেন মোদি
Next articleঋষভ ভারতীয় দলের লম্বা দৌড়ের ঘোড়া, বললেন মহারাজ