এমডি-এমএসে কর্মরতদের সংরক্ষণ নয়

কর্মরত চিকিৎসকদের এমডি-এমএসে ভর্তির জন্য সংরক্ষণ বাতিল করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তী ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর বেঞ্চ মঙ্গলবার জানিয়ে দেয়, কর্মরত চিকিৎসকদের এমডি-এমএসে ভর্তির জন্য ৪০% আসন সংরক্ষণ অসাংবিধানিক। ফলে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ২৮৫ জনের ভর্তি বাতিল হচ্ছে। পুজোর পর নতুন করে কাউন্সেলিং করে ওই ২৮৫ আসনে ভর্তি শেষ করতে হবে ১০ দিনে। কর্মরত চিকিৎসকদের সংরক্ষন নিয়ে মামলা করেছিলেন মহম্মদ নাজির সহ কয়েকজন চিকিৎসক। তবে হাই কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য দফতর পুজোর পরেই সুপ্রিম কোর্টে যাচ্ছে।

আরও পড়ুন-প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা নয়,তবে বিভ্রান্তি সব মহলেই

Previous articleরাজ্যের পেনশন বৃদ্ধির বিজ্ঞপ্তিতে খুশির হাওয়া
Next articleমহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদ নিয়ে ঠান্ডা লড়াই বিজেপি-শিবসেনার