কেন বিজয়া দশমী বলি আমরা?

দশমীকে কেন বিজয়া দশমী বলা হয়? বেলুড় মঠে মা দুর্গার দশমী পুজোর ঘট বিসর্জনের সময় ধারাভাষ্যকার স্বামী চন্দ্রকান্তানন্দের ব্যাখ্যা, ‘বিজয়া’ শব্দটির একাধিক অর্থ আছে। বিজয়া বলতে যেমন গমনকে বোঝায় তেমনই বিজয়ার অর্থ আগমনও হয়। এক অর্থে দেবীর গমনাগমন হল বিজয়া। দশমী পুজো শেষে মা গমন করছেন এই অর্থে যেমন বিজয়া দশমী, তেমনই এর অন্য অর্থও করা যায়। তা হল, বহির্জগত থেকে ভক্তের হৃদয়ে দেবীর আগমন। এক অনুভবে মায়ের গমন, অন্য অনুভবে মায়ের আগমন দুইই বিজয়ার দ্যোতক। তাই দশমী হয়ে ওঠে বিজয়া দশমী।

আরও পড়ুন-নবমীর রাতে তৃণমূল নেতাকে গুলি করে খুন

 

Previous articleনবমীর রাতে তৃণমূল নেতাকে গুলি করে খুন
Next articleএক যাত্রায় পৃথক ফল? মির্জা গ্রেফতার হলে শোভন নন কেন?