ম্যাচ প্র‍্যাক্টিসে নেই বহুদিন, অথচ শাস্ত্রী বলছেন ধোনির জন্য টিমের দরজা খোলা!

মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে দলের অবস্থান পরিস্কার করলেন কোচ রবি শাস্ত্রী। সাফ জানালেন ধোনি যখনই চাইবে দলে ফিরবে। নির্বাচকদের সঙ্গে ধোনি কথা বলেনি। কথা বলুক। সিদ্ধান্ত নিক। চ্যাম্পিয়নের জন্য দরজা খোলা। কিন্তু প্রশ্ন হল, কোন পারফরম্যান্সের ভিত্তিতে দলে ফিরবেন মাহি? টানা ৫ মাস খেলার মধ্যে না থাকার পর কীভাবে ঢুকবেন দলে ঘরোয়া ক্রিকেট না খেলেই? তার উত্তর দেননি শাস্ত্রী। একই সঙ্গে ঋদ্ধিমানকে পৃথিবীর সেরা উইকেট কিপারের তকমা দিয়ে বলেন, ভারত এখন ঋদ্ধির গ্লাভসে সুরক্ষিত।

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পরেই ধোনি মাঠে নামেননি। ভারতীয় সেনার সঙ্গে কাশ্মীরে ট্রেনিং নিয়েছেন দু’মাস। এই সময়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না। দক্ষিণ আফ্রিকা সফর চলছে। এই সফরেও নেই। আগামী বাংলাদেশ সফরেও নেই। তাহলে কী অবসর নিচ্ছেন মাহি? শাস্ত্রী বলেন, বিশ্বকাপের পর ধোনির সঙ্গে কথা হয়নি। সময় হলে, আর মানসিকভাবে তৈরি হলে নিশ্চিত যোগাযোগ করবে।

আরও পড়ুন-পুলিশের মাথায় কে মাসাজ করছেন একবার চেয়ে দেখুন

 

Previous articleপুলিশের মাথায় কে মাসাজ করছেন একবার চেয়ে দেখুন
Next articleবিপদ বাড়ল বিজেপি নেতার! এবার ম্যাথুকে নিয়ে মুকুলের বাড়ি যাবে সিবিআই