রোহিতকে নিয়ে এত বাড়াবাড়ি বন্ধ করুন, সাফ বললেন বিরাট

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোড়া সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছিলেন তাঁকে বসিয়ে রাখার সিদ্ধান্তটা সঠিক ছিল না। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই ওয়ানডের পর লাল বলের ক্রিকেটেও রোহিত শর্মার থেকে প্রত্যাশা অনেকখানি বেড়ে গিয়েছে। আর এতেই আপত্তি বিরাট কোহলির।

আগামিকাল, বৃহস্পতিবার পুণেতে শুরু দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। ঘরের মাটিতে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করাই লক্ষ্য কোহলিদের। আর সেই প্রসঙ্গে সাংবাদিক ভারত অধিনায়ক বিরাট কোহলি সাফ জানিয়ে দেন যে, রোহিতের ওপর এত অতিরিক্ত প্রত্যাশা করা ঠিক না।

 

বিরাট বলেন, ‘রোহিত কী করতে পারবে, তা নিয়ে এত ভাবাটা বন্ধ করুন। ওকে ওর মতো করে খেলতে দিন। ওয়ানডের মতোই টেস্ট ক্রিকেটটা উপভোগ করতে দিন। ও দারুণ খেলছে। প্রথম ম্যাচে বেশ ধীর-স্থির দেখিয়েছে ওকে। গত কয়েক বছর ওর সমস্ত অভিজ্ঞতা বিশাখাপত্তনমে কাজে দিয়েছে। আর তা এই টেস্টেও কাজে দেবে বলে আশাবাদী।’ এখন দেখা যাক, রোহিত বিশাখাপত্তনামের রিপিট টেলিকাস্ট দ্বিতীয় টেস্টে করতে পারেন না।

Previous articleঅসভ্য হার্দ্যিক, পাল্টা জবাব জাহিরের
Next articleসংসদের আরও কিছু জরুরি কমিটিতে বাংলার সাংসদরা