Sunday, December 7, 2025

মন্দার ধাক্কায় রাষ্ট্রপুঞ্জে বন্ধ এসকালেটর

Date:

Share post:

অর্থনৈতিক মন্দার ধাক্কা এবার রাষ্ট্রপুঞ্জেও। বিশ্ব জুড়ে চলা মন্দার কারণে এবার খরচ লাগাম টানছে তারা। খরচ কমাতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে রাশ টানা হচ্ছে বিদ্যুতের বিল ও কূটনীতিকদের পানাহারে। শুক্রবার, এই ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জ।

স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা অনেক সময়ই লিফট বা এসকালেটর ছেড়ে সিঁড়ি ব্যবহার করেন। কিন্তু এবার খরচ কমাতে রাষ্ট্রপুঞ্জে এসকালেটর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী বন্ধ রাখা হতে পারে এয়ার কুলারও।

কোপ পড়েছে অবসর যাপনেও। কূটনীতিকদের জন্য যে পানশালা রয়েছে, তাও বন্ধ করে দেওয়া হবে বিকেল পাঁচটার মধ্যে।
তবে, এসবের সঙ্গে কর্মীদের উদ্বেগ বাড়িয়েছে তাঁদের বেতন কাঠামো। চলতি মাসের শেষে কর্মীদের বেতন দিতে সমস্যা হতে পারে বলে সূত্রের খবর। যদিও সংস্থার তরফে আশ্বস্ত করা হয়েছে, কর্মীদের বেতন নিয়মিত রাখতেই বাড়তি খরচ কমানো হচ্ছে। রাষ্ট্রপুঞ্জের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মুখপাত্র ক্যাথরিন পোলার্ড জানান, বর্তমানে ৩৭ হাজার কর্মীকে নিয়মিত বেতন দেওয়ার জন্যই অতিরিক্ত খরচে রাশ টানা হচ্ছে।

আরও পড়ুন – ফের শীর্ষে আম্বানিই, ফোর্বসের তালিকায় ভারতের প্রথম 10 ধনী কারা?

এসবের পাশাপাশি, বিমান যাত্রাতেও কড়াকড়ি করা হচ্ছে। এবার থেকে রাষ্ট্রপুঞ্জের কর্তারা আগের চেয়ে কম বিমান পরিষেবা পাবেন। চলবে না ঘন ঘন পার্টিও। নয়া কর্মী নিয়োগও রাশ টানা হচ্ছে।

গত এক দশকে রাষ্ট্রপুঞ্জ এমন আর্থিক সংকটে পড়েনি বলে মত রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুয়াত্রেস। আগেই রাষ্ট্রপুঞ্জ জানিয়েছিল, ৬০টি দেশ রাষ্ট্রপুঞ্জকে সময়মতো প্রাপ্য টাকা দেয়নি। এর মধ্যে রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো, ইরান, ইজরায়েল ও ভেনিজুয়েলা। ফলে চলতি বছরে অপারেটিং বাজেটে ঘাটতি রয়েছে ১৪০ কোটি ডলার। রাষ্ট্রপুঞ্জকে পিস কিপিং অপারেশনের জন্য বিভিন্ন দেশ অর্থ দেয়। সেক্ষেত্রেও অনেকে প্রাপ্য দেয়নি। ফ্রান্স বাকি রেখেছে ১০ কোটি ৩০ লক্ষ ডলার, আমেরিকা ২৩০ কোটি ডলার। ফলে পিস কিপিং মিশনে সেনা পাঠিয়েও, তাদের প্রাপ্য অর্থ দিতে মেটাতে পারছে না রাষ্ট্রপুঞ্জ।

আরও পড়ুন – মোদির সঙ্গে বসে দক্ষিণী পদ খেলেও পাকিস্তানকেই 300 ট্যাঙ্ক দিচ্ছেন জিনপিং

spot_img

Related articles

কলকাতা ম্যারাথনের মুখ কেনি বেডনারেক, রাজপথে দৌড়াবেন জীবন যুদ্ধে জয়ীরাও

বিগত ৯ বছর ধরেই শীতের কলকাতার মেগা ইভেন্টের নাম টাটা স্টিল ম্যারাথন(kolkata marathon)। আগামী ২১ ডিসেম্বর কলকাতার রাজপথে...

ডায়মন্ডহারবার মডেল অনুসরণ করেই এগোতে চায় হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স

মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই শুরু বেঙ্গল সুপার লিগ। তার আগে শনিবার  হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স দলের(Howrah Hooghly Warriors )জার্সি...

সুন্দরবনের ধাঁচে বিশেষ জাল এবার ডুয়ার্সে! চিতাবাঘ-আতঙ্কে নতুন উদ্যোগ বন দফতরের

চিতাবাঘ-মানুষ সংঘাত রুখতে অভিনব পদক্ষেপ নিল বন দফতর। সুন্দরবনের মতোই এবার ডুয়ার্সের চা-বাগান ঘেঁষা গ্রামগুলিকে বিশেষ জাল দিয়ে...

ড্রোন শোয়ে নয়া আকর্ষণ গঙ্গাসাগর মেলায়! প্রস্তুতি পরিদর্শনে দুই মন্ত্রী

৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। এবারের মেলা শুধু আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু নয়, প্রযুক্তি ও ঐতিহ্যের এক...