Breaking: জেলবন্দি মাওবাদী নেতা পুজোয় কী গান বাঁধলেন দেখুন

0
2

মধুসূদন মন্ডল ওরফে নারায়ণ। জেলবন্দি মাও নেতা। এখন দমদম জেলে। ইনি হত্যার রাজনীতির বিরুদ্ধে ছিলেন। সাংস্কৃতিক গণসংগঠন দিয়ে সমাজে কাজ করার পক্ষে। যাই হোক দীর্ঘ কয়েকবছর বন্দি। জেলেও ডুবে থাকেন গানে। নিজে লিখে সুর দেন প্রচুর। পুজোর গানও তৈরি করেছেন। তবে পুজো ছাড়াও সমাজের নানা ছবি উঠে এসেছে তাতে। শোষিত মানুষের সংগ্রামের সঙ্গে মাকে মিলিয়েছেন গানে।