চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা শুরু মঙ্গলবার

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা। এবার এই পরীক্ষার ২৮তম বছরে পরছে। পরীক্ষার্থীর সংখ্যা ৩,৫২,৬৬৫। এর থেকেই স্পষ্ট, সরকারি নিয়মে পাশফেল প্রথা উঠে গেলেও একটা বড় অংশের পড়ুয়াদের অভিভাবক এখনও প্রতিযোগিতামূলক পরিবেশের উপরই আস্থা রাখেন।

আরও পড়ুন – বিশেষ রেশন কার্ডে ছাড় মিলতে পারে শপিংমলেও

এই পরীক্ষা আয়োজন করে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ। শিক্ষার অধিকার আইন অনুযায়ী অষ্টম শ্রেণী পর্যন্ত পাশফেল প্রথা উঠে যাওয়ার পর এই পরীক্ষার ভবিষ্যৎ নিয়েও আশঙ্কা তৈরি হয়েছিল। পাশফেল প্রথার বিরোধী এমন অনেকেই এই পরীক্ষারও বিরোধিতা করেছিলেন। কিন্তু তা খুব একটা দানা বাঁধেনি। এখন সব বিরোধিতাই উড়িয়ে আরও জনপ্রিয় হচ্ছে এই পরীক্ষা।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের সম্পাদক তপনকুমার সামন্ত জানিয়েছেন, ১৫ থেকে ১৯ অক্টোবর পরীক্ষা চলবে। এর মধ্যে ১৫ থেকে ১৭ অক্টোবর পরীক্ষা হবে সকাল সাড়ে ৭টা থেকে ১০টা। ১৮ এবং ১৯ অক্টোবর পরীক্ষা হবে সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত। মোট ৩৭৭২টি কেন্দ্রে এই পরীক্ষা হবে।

আরও পড়ুন – জুয়ার ঠেক থেকে আটক ব্যক্তির মৃত্যু, ফাঁড়িতে আগুন লাগাল উত্তেজিত জনতা